ডজন ডজন তৃণমূল নেতা-মন্ত্রী- মিউ . চেয়ারম্যানের গ্রেফতারি, নাকি রাষ্ট্রপতি শাসন, ক্ষমতা-দখলে মরিয়া বিজেপি কী করবে ?

227

বিহারে এবার বাজিমাত হওয়ার চান্স সরু সুতোর উপরে ঝুলছে । অসমে হাল খারাপ । মধ্য প্রদেশের উপনির্বাচন নিয়ে রয়েছে টেনশন । অকালিরা জোট ছেড়েছে । শিবসেনা জোট ছাড়ায় মহারাষ্ট্র হাতছাড়া হয়েছে । উত্তর প্রদেশে অস্বস্তি বাড়ছে । ত্রিপুরা- বিজেপির প্রতিবিপ্লবে শাহি দরবার কম্পমান ।
তাই মিশন বেঙ্গল । বেঙ্গলকে জঙ্গল বলে দেগে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারির হুমকি । সামনের বিধানসভা
নির্বাচনের আগে অন্তত দু ডজন তৃণমূল নেতা- মন্ত্রী ও মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে গ্রেফতারির ছক ।
বারাকপুর লোকসভার অধিন দুটি পৌরসভার দুই তৃণমূল চেয়ারম্যান বিধানসভা নির্বাচনের আগে গ্রেফতার হবেনই,দেওয়া হচ্ছে এমন ইঙ্গিতও ।
খবর,সারদা কেলেঙ্কারির চার্জশিটে এক ডজন তৃণমূল নেতা- মন্ত্রীকে তোলার ছক তৈরি হয়ে গেছে । রাজ্য সরকারের একদা আস্থাভাজন এক পুলিশ আধিকারিক এই কেসে রাজসাক্ষী হতে চলেছেন ।
নারদা কেলেঙ্কারিকেও বিধানসভা নির্বাচনের আগে চাঙ্গা করা হবে । এই কেসে তৃণমূলের হেভিওয়েটদের গ্রেফতার করার প্লটও পুজোর পরেই প্রকাশ পাবে ।
অন্য দিকে নির্বাচন ঘোষণার পরে পরেই সব জেলার পুলিশ সুপার এবং কমিশনারেটের পুলিশ কমিশনারদের বদলি করা
হবে ।
এই গেমপ্ল্যান অনেক দিন আগেই নাকি তৈরি করা হয়েছে । পাশাপাশি রাজ্যপালকে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে কাগজ বাড়িয়ে যেতে বলা হয়েছে ।
সেই কাগজ দেখেই অমিত শাহ সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি শাসন এই রাজ্যে জারি করা হবে, না হবে না ।
বঙ্গের কুর্সি দখলে সাঁড়াশি আক্রমণ শুরু হবে পুজোর পরেই । একদিকে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে তৃণমূলের উপরে চাপ বাড়ানো হবে, অন্য দিকে খোলা হবে সারদা – নারদা ও রোজভ্যালির ফাইল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =