আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়, বলা হলেও সব কিছুতেই দিতে হচ্ছে আধার কার্ডের নম্বর ! পিএফে নমিনেশনের জন্য আধার কার্ডের সঙ্গে ফোন নম্বরের লিঙ্ক আবশ্যিক করা হয়েছে |কিন্ত তা করাতে গিয়ে জুতোর শুকতলা ক্ষয়ে যাচ্ছে ভুক্তভোগীদের |আধার কার্ডের সংশোধন করাতে গিয়ে মানুষকে নাজেহাল হতে হচ্ছে |
ব্যাংকে, ডাকঘরে মানুষকে লাইন দিতে হচ্ছে ভোর চারটে থেকে | তাও মাস কেটে গেলেও আসছে না মেসেজ |
জিগ্যেস করতে গেলে ব্যাঙ্ক – ডাকঘরের কর্মীদের দুর্ব্যবহারের মুখোমুখি হতে হচ্ছে মানুষকে | এই হল ডিজিটাল ইন্ডিয়া ! বলছেন তিতিবিরক্ত মানুষেরা |
এই অবস্থায় সংশোধিত নাগরিকত্ব আইন এই রাজ্যেও চালু হলে কী যে হবে তা ভেবে শিউরে উঠেছেন সাধারণ মানুষ |