নিজস্ব প্রতিবেদন : রাতদুপুরে তারস্বরে মাইক। পুলিসে নালিশ করে জুটল মার। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পুলিস ব্যারাকে আক্রান্ত অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী। এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি মারার অভিযোগ উঠেছে পুলিসকর্মীর বিরুদ্ধেই। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘড়িতে তখন রাত ১১টা। তখনও তারস্বরে মাইক বাজছিল। সেই মাইক বন্ধ করতে বলাতেই কপালে জুটল মার। মার খেলেন প্রাক্তন বিএসএফ কর্মী। মারধরের অভিযোগ উঠেছে খোদ ক্যানিং পুলিশ ব্যারাকের পুলিস কর্মীর বিরুদ্ধে। গতকাল রাতে প্রাক্তন বিএসএফ কর্মী গৌতম রাহা টেলিফোন এক্সচেঞ্জ অফিসে নাইট ডিউটি করতে যাচ্ছিলেন।অভিযোগ, সেই সময় ক্যানিং ইলেকট্রিক অফিসের কাছে জোরে বক্স বাজছিল। তা দেখে পাশ্ববর্তী পুলিশ ক্যাম্পে অভিযোগ জানাতে যান গৌতম বাবু। তখনই ক্যাম্প থেকে এক পুলিস কর্মী বেরিয়ে এসে তাঁকে বেধড়ক ঘুসি মারতে শুরু করে দেন বলে অভিযোগ। নাকে ও গলায় আঘাত লাগে প্রাক্তন বিএসএফ কর্মীর। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।