তৃণমূলে আসছেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র, পাবেন বিধানসভা নির্বাচনের টিকিট

128

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং – এর সঙ্গে পেরে

না – উঠে দল ছাড়তে চলেছেন বারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ফাল্গুনী পাত্র |

দল বারাকপুর লোকসভায় জেতার পরে অর্জুনবাবুর সঙ্গে সংঘাত শুরু হয়

ফাল্গুনীদেবীর | অভিযোগ, জেলার মন্ডল সভাপতিদের নিয়োগে নিরপেক্ষ ভূমিকা ছিল না ফাল্গুনীদেবীর | তিনি নাকি ঘরে বসে বেছে বেছে নিজের লোকেদেরই মন্ডল সভাপতি পদে মনোনীত  করেছিলেন | মন্ডল সভাপতিদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছিল | অভিযোগ, মন্ডল সভাপতিদের মনোনয়ন ঘিরে উত্তেজনা চরমে উঠলে ফাল্গুনীদেবীর বাড়িতে অর্জুন সিং – এর মদতে হামলা করেন দলেরই বিক্ষুব্ধ কর্মীরা |

এরপরে হঠাৎই ফাল্গুনীদেবীকে সরিয়ে অর্জুনবাবুর কাছের লোক উমাশঙ্কর সিং – কে বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয় |

জেলার দুই সাধারণ সম্পাদক অর্জুন – অনুগামী | এরপরে সভাপতিও অর্জুনবাবুর

” লোক ” হওয়ায় ফাল্গুনীদেবী প্রমাদ গোনেন | বুঝতে পারেন, সামনের বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন না | এরপরই স্বামীর মাধ্যমে তিনি তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ করেন | শর্ত রাখেন, তাঁকে বিধানসভা নির্বাচনের টিকিট দিতে হবে এবং রাজ্য স্তরে সাধারণ সম্পাদকের পদ দিতে হবে |

তাঁর দুটি দাবিই মেনে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব | ঠিক হয়েছে, নোয়াপাড়া বিধানসভায় তাঁকে প্রার্থী করা হবে | রাজ্য স্তরে মূল সংগঠনের সাধারণ সম্পাদকের পদও তাঁকে দেওয়া হবে | আর অর্জুন সিং – এর বিরুদ্ধে ফাল্গুনীদেবীকে দাঁড় করিয়ে ব্যারাকপুরে লড়াইয়ে থাকবে তৃণমূল |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =