তেইশের পরে তৃণমূলে থাকা কাঁচরাপাড়ার 7 নেতা – নেত্রী টিকিট পাবেন, হারবেন 3 জন

60

গত বছরের 23 মার্চের পরে বিজেপিতে না – গিয়ে তৃণমূলেই থেকে যাওয়া কাঁচরাপাড়ার 7 নেতা – নেত্রী আগামী পৌরসভা নির্বাচনে টিকিট পাচ্ছেনই |
এই 7 জনের মধ্যে 4 জন কাউন্সিলর এবং 3 জন এই প্রথম পৌরসভা নির্বাচনে লড়বেন |
চার কাউন্সিলর হলেন সুভাষ চক্রবর্তী, অলোকময় লাহিড়ি, উৎপল দাসগুপ্ত এবং সুজিত দাস | বাকি 3 জন হলেন কাঁচরাপাড়া শহর তৃণমূলের সভাপতি খোকন তালুকদার, জেলা মহিলা নেত্রী আলোরাণী সরকার এবং প্রয়াত আবু সিংহরায়ের বোন সোনালিদেবী | জেলা তৃণমূল সূত্রে এই খবর পাওয়া
গেছে |
এই 7 জনের মধ্যে 3 জন হারবেনই, তৃণমূল দলেরই একটি গোষ্ঠী এই দাবি করেছে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =