- হালিশহর আচার্যপাড়ার গৃহবধূ করোনা সংক্রমণে মারা যাননি | আজ 23 এপ্রিল সন্ধেতে জানা যাচ্ছে ( তাঁর নমুনা রিপোর্ট দেখুন )তাঁর নমুনা রিপোর্ট নেগেটিভ |
- তিনি করোনাতেই মারা গেছেন, এই গল্প অনেকেই বিশ্বাস করেননি | অবশ্য বাম মনোভাবাপন্ন কেউ কেউ বলছেন — করোনাতেই উনি মারা গেছেন, রাজ্য সরকার তথ্য গোপন করছে |
- আবার হালিশহরের পৌরপ্রধান না – বললেও তাঁকে উদ্ধৃত করে এই বিজপুরের কোন কোন নিউজ পোর্টাল পৌরপ্রধান বলেছেন ” উনি করোনা পজিটিভ ছিলেন বলে খবর করেছে |
- এই পোর্টাল গুলির বিরুদ্ধে পৌরপ্রধান ব্যবস্থা নিচ্ছেন না কেন? আবার কোন কোন নিউজ পোর্টাল ওই গৃহবধূ মারা যাওয়ার প্রায় পরে পরে ” উনি করোনাতে মারা গেছেন ” বলে লিখে আবার সেই পোস্ট মুছে দেন |ওই গৃহবধূর নমুনা পরীক্ষা ছাড়াই কেউ কী সুনিশ্চিত ভাবে বলতে পারেন ” উনি করোনা সংক্রমণেই মারা গেছেন ” | বাহবা পাওয়ার জন্য এই রকম দায়িত্বজ্ঞানহীন খবর প্রকাশ করার পরে অবশ্য পাঠকের চাপে ওই পোর্টালটি ওই ভিত্তিহীন খবর তুলে দেয় এবং ক্ষমা চেয়ে নেয় | ওই পোর্টালটি এর আগেও কল্যাণীতে ” করোনা ছড়িয়েছে ” বলে খবর করেছিল | এই রকম সঙ্কটকালীন সময়ে এইভাবে দু দু ‘ বার গুজব ছড়ানোর জন্য অবশ্য প্রশাসন এই পোর্টালের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি | আর তাই এই পোর্টালের দায়িত্বজ্ঞানহীন সম্পাদক নিজের বালখিল্যতা আড়াল করতে এখনও ঘনিষ্ঠ মহলে বলে বেড়াচ্ছেন —- পুলিশ চাপ দিল, তাই খবরটা তুলে নিলাম, আসলে “ওই গৃহবধূ করোনা পজিটিভ ” | এবার এই রিপোর্ট নেগেটিভ আসায় অনেকের দাবি — এই পোর্টাল গুলির দায়িত্বপ্রাপ্তদের গ্রেফতার করা হোক |
- ওই গৃহবধূ ” করোনা সংক্রমণে মারা যেতে পারেন ” ধরে নিয়েই অবশ্য প্রশাসন আগাম সতর্কতামূলক পদক্ষেপ করেছিল | ওই গৃহবধূর নমুনা পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট আসার আগেই ওঁর বাড়ি ” সিল ” করে দেওয়া হয়েছিল | ওঁর বাড়ির ন ‘ জন সদস্যকে গৃহবন্দী করে রাখা হয়েছিল |
- আর এই দেখে এবং দায়িত্বজ্ঞানহীন খবর পড়ে হালিশহরের 3 নম্বর ওয়ার্ডের আচার্যপাড়া এবং সরকারপাড়ার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন | 22 এপ্রিল বিজপুর থানায় বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মার হালিসহরের পৌরপ্রধান অংশুমান রায়ের সঙ্গে বৈঠক, এই আতঙ্ককে বহু গুণ বাড়িয়ে দিয়েছে | , বলা যায়, দায়িত্বজ্ঞানহীন সংবাদের কারণেই বিজপুর জুড়ে আইন হাতে নিয়ে পাড়ায় পাড়ায় ব্যারিকেড তৈরীর ধুম লেগেছে |
- এই আইন ভাঙা অচিরেই চরমতম নৈরাজ্যের জন্ম দেবে | প্রশাসন – এর উপর হামলার ঘটনাও ঘটে যেতে পারে |
- তাই দায়িত্বজ্ঞানহীন সংবাদদাতাদের গ্রেফতার করে পুলিশ জনমানসে কঠোর বার্তা দিক |
- যাঁরা আইন ভেঙে ব্যারিকেড তৈরি করছেন, তাদের বিরুদ্ধেও অবিলম্বে কঠোর পদক্ষেপ করুক পুলিশ |i