দিল্লিতে যা হয়েছে তা পরিকল্পিত গণহত্যা, ৭০০ লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, নালা থেকে লাশ বেরোচ্ছে, উনি কলকাতায় এলেন, ক্ষমা চাইলেন না,বলে গেলেন, বাংলা দখল করব, বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী

40

তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চে তার দলের নতুন কর্মসূচি ঘোষনা করতে গিয়ে বলেন, দিল্লিতে যা হয়েছে তাতে আমাদের অনেকের হৃদয় কাঁদছে। আমরা মর্মাহত।দুঃখিত।

মমতা ব্যানার্জ বলেন,গত কদিন ধরে যে দিল্লিতে যে মানুষ খুন হয়েছে, তা প্ল্যানড জেনোসাইড। গণহত্যা। তার পর তাকে সাম্প্রদায়িক হিংসার চেহারা দেওয়া হয়েছে। আমরা একে ধিক্কার জানাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম না করে তিনি বলেন, দিল্লিতে ওই গণহত্যার পর কলকাতায় এসেছিলেন। একবারও ক্ষমা চাননি। বলছেন, দখল নেবেন। দেখব, কে কোথাকার দখল নেয়। যে দিল্লিতে লোকসভা ভোটে সাতটা আসনে জিতেছে সেখানে রক্ত বয়েছে। অসমে ক্ষমতা দখল করেছে সেখানে মানুষকে ভিটে ছাড়া করছে। মনে রাখতে হবে বাংলা, দিল্লি নয়। এখানে গোলি-মেরে কাউকে ওড়ানো যাবে না।

দিল্লির হিংসার নিয়ে প্রশ্ন তোলেন মমতা ব্যানার্জি , দিল্লিতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছে কেন্দ্রের সরকারের উপর। ওদের হাতে পুলিশ রয়েছে। আধা সামরিক বাহিনী রয়েছে। সিআইএসএফ রয়েছে। এসএসবি রয়েছে। তার পরেও এতো মানুষ হিংসার ঘটনা মারা যায় কী করে? আমাকে তো অনেকে বলছে, এটা প্ল্যানড জেনোসাইড। ছক করে খুন করা হয়েছে। এখনও অনেক মানুষের খোঁজ নেই। ৭০০ লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নালা থেকে লাশ বেরোচ্ছে। এই অন্যায়ের শাস্তি হবেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − six =