নেত্রীর কমিটি রদবদলের পদক্ষেপে স্থানীয় তৃণমূল নেতাদের মুখের হাসি উধাও

152

পর্যবেক্ষকের মতো অতি ক্ষমতাধর পদ বিলুপ্ত করে দিয়ে , বেশ কিছু জেলার সভাপতি বদল করে এবং দুর্নীতির অভিযোগ ওঠা নেতৃত্বকে সরিয়ে দিয়ে পরিছন্ন ভাবমূর্তির তরুণ নেতৃত্বকে দায়িত্বে এনেছেন  তৃণমূলনেত্রী |

দলের শীর্ষস্তরে ঝাঁকুনি দিয়ে এবার দলের নিচুতলার সংগঠনে বড়সড়ো রদবদলে নামবেন নেত্রী | আর তা বুঝতে পেরে স্থানীয় তৃণমূল নেতাদের মুখের হাসি উধাও হয়েছে |

উত্তর 24 পরগনা  জেলার শেষকথা জ্যোতিপ্রিয় মল্লিক এবং নির্মল ঘোষের ডানা ছেঁটেছেন নেত্রী | অতি ক্ষমতাসম্পন্ন পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে চেয়ারম্যানের মতো আলঙ্কারিক পদ দিয়ে নির্মল ঘোষকে এবং 5 কোঅর্ডিনেটরের উপরে জেলার বিধানসভা গুলির দায়িত্ব তুলে দিয়ে গত লোকসভা নির্বাচনে প্রায় – ব্যর্থ জ্যোতিপ্ৰিয় মল্লিককে নেত্রী বুঝিয়ে দিতে চেয়েছেন এবার জেলায় সামনে আনা হবে দীনেশ ত্রিবেদী এবং পার্থ ভৌমিককে | শীলভদ্র দত্তর মতো পরিশীলিত মানুষকে রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য করে নেত্রী বুঝিয়ে দিয়েছেন, দলের প্রতি অনুগতদের উপেক্ষা করা হবে না |

আর এই সব দেখে ভীত দলের ক্ষমতায় থাকা স্থানীয় নেতারা | মাস খানেক আগে থেকেই কাঁচরাপাড়া  শহর তৃণমূলের সভাপতি পদে বদলের কথা শোনা যাচ্ছিল | কিন্তু, কিছু দিন আগেও মনে হচ্ছিল, এই করোনা কালে এই সব বদল – টদল হবে না |

কিন্ত, বদল আসছে শহর তৃণমূল এবং জেলা তৃণমূলেও  | জেলা তৃণমূল এবং জেলা  যুব তৃণমূলের  কমিটিতেও  বদল হবে | ছাত্র সংগঠনের রাজ্য স্তরের রদবদলে ক্ষমতা হারাতে পারেন এলাকার এক নেতা | লোকালে যে বদল হতে চলেছে,,, তার ইঙ্গিতও পাওয়া গেছে | স্থানীয় এক জেলানেতার নেতৃত্বে আজ বিজেপি থেকে তৃণমূলে আসার কথা ছিল একঝাঁক কর্মী – নেতার | সেই দলবদলের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে | জেলানেতার শিবিরে আর সেই হাসি চোখে পড়ছে না |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + sixteen =