পার্থ ভৌমিকের নির্দেশে তৃনমূলে যোগ দিতে গিয়ে রোষানলে পড়লেন বিজেপি কাউন্সিলর সুপ্রবীর চৌধুরী
——————
তৃণমূলে ছিলেন সুপ্রবীর চৌধুরী | ছিলেন নৈহাটি মিউনিসিপ্যালিটির জল দপ্তরের সিআইসি | ২৩ মে -র পরে গিরগিটির মতন পাল্টি মেরেছিলেন বিজেপিতে! মাইক হাতে বিজেপির সভায় বক্তব্য রাখতেন |পার্থ, অশোক, সনৎকে তুলোধোনা করতেন। তার বাড়ির কাছে বিজেপি পার্টি অফিস ভাঙা নিয়ে লিফলেট বিলি করে বিধায়ক পার্থ ভৌমিক ও চেয়ারম্যান আশোক চ্যাটার্জীকে কটুক্তি করেছিলেন। হঠাৎ ওনার গায়ের রং গেরুয়া থেকে আস্তে আস্তে সবুজ হতে শুরু করে। বিধায়কের নির্দেশে কাল নৈহাটিতে তৃণমূলের ধিক্কার মিছিলে অংশ নিতে গিয়ে প্রবল বাধার মুখে পড়েন | মিছিল থেকে আওয়াজ ওঠে — আপনি কি সবুজ+গেরুয়=ভেড়ুয়া হবেন!আপনাদের দেখে তো গিরগিটিও লজ্জা পেয়ে যাবে!
প্রবল চাপে পড়ে যোগ না দিয়ে রণে ভঙ্গ দেন এই নেতা।