প্রথমে ঠিক ছিল থাকবে 10 জন বাউন্সার | কিন্ত, 27 ফেব্রুয়ারী কাঁচরাপাড়া কলেজে নিজেদের মধ্যেই মারামারির পরে বাউন্সারের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে কাঁচরাপাড়া তৃণমূল ছাত্র পরিষদ | পরিষদ আয়োজিত 9 মার্চের বসন্ত উৎসবে তাই থাকবে 20 জন বাউন্সার | থাকবে কড়া পুলিশি পাহারাদারী |
উৎসবের কার্ডও বিলি করা হচ্ছে মুখ চিনে চিনে |
একজনের এন্ট্রি ফি 39 টাকা | আর একজোড়ার জন্য 50 টাকা | এই ফি দিলে ফ্রি – তে পাওয়া যাবে আবির, মকটেল এবং ডি জে |
তৃণমূল কংগ্রেসের রথী – মহারথীরা এই উৎসব – প্রাঙ্গনে দেখা যেতে পারে | কলেজের পিছনের মাঠ ঘিরে ফেলে সেখানেই বসন্ত উৎসবের আয়োজন করা হচ্ছে |