পূর্ব রেলের তিনটি ওয়ার্কশপ ও লাইনে একশো শতাংশ কর্মীদের কাজে লাগানোর জন্য সামাজিক দূরত্ব মানা যাচ্ছে না। সংস্পর্শে বাড়ছে সংক্রমণ। এই অভিযোগ তুলে পূর্ব রেলের মেনস ইউনিয়ন আগামী সপ্তাহে নীতি পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক অমিত ঘোষ অভিযোগ করেন, লিলুয়া ওয়ার্কশপে করোনা আক্রান্ত ২৩ জন, কাঁচড়াপাড়ায় ১৮ জন, জামালপুরে ১৪ জন কর্মী আক্রান্ত। লাইনের কাজ করছে এমন বহু কর্মীও আক্রান্ত। আধিকারিকদের কম কর্মীদের নিয়ে কাজ করার আবেদন করেও কোন ফল হয়নি। বিক্ষোভ করেও বাড়ানো যায়নি। বরং লিলুয়া ওয়ার্কশপের চিফ ওয়ার্কস ম্যানেজার তাঁদের বলেছেন, সুস্বাস্থ্যের অধিকারী কর্মীদের কখনওই করোনা ছুঁতে পারবে না। যাঁদের শরীর স্বাস্থ্য ভাল নয় তাঁরা ছুটি নিয়ে নিন। এটাকে চরম অনৈতিক বলে ব্যাখ্যা করে আমিত ঘোষ বলেন, “জিএম আগামী সোমবার পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি না বদলালে বৃহত্তর আন্দোলনে নামবে ইউনিয়ন।” ওয়ার্কশপে একশো শতাংশ হাজিরায় হাওড়া ও শিয়ালদহের লোকালগুলিতে গাদাগাদি ভিড় হচ্ছে। ফলে রেলের অন্য বিভাগের কর্মীদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলে কর্মীদের অভিযোগ।