কলকাতাজেলাদেশরাজ্য পৌরকর্মী করোনা পজিটিভ, ” সিল ” করে দেওয়া হল নৈহাটি পৌরসভা June 12, 2020 125 FacebookTwitterWhatsApp নৈহাটি পৌরসভার স্যানিটারি বিভাগের কর্মী কিন্তু প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের প্রাইভেট সেক্রেটারি কোভিড পজিটিভ হওয়ায় আজ থেকে নৈহাটি পৌরসভা ” সিল ” করে দেওয়া হয়েছে |