করোনা পরিস্থিতির মধ্যেই প্রস্তাবিত বারাকপুর পৌরনিগম গঠনের ফাইল মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য নবান্নে 17 জুন পাঠানো হয়েছে |
মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর এই ফাইল মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন পাবে আর তারপরে ওই ফাইল যাবে রাজ্যপালের কাছে |
রাজ্যপাল ‘ হ্যাঁ ” বললেই শুরু হয়ে যাবে পৌরনিগম গঠনের কাজ |
এক নজরে :
—
1.কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, টিটাগড়, উত্তর বারাকপুর এবং বারাকপুর – এই আটটি পৌরসভা এবং জেটিয়া, মোহনপুর ও কাউগাছি – এক পঞ্চায়েতের সব অংশ এবং কাঁপা – চাকলা ও কাউগাছি – দুই পঞ্চায়েতের কিছু অংশ নিয়ে তৈরি হবে এই পৌরনিগম |
2.নতুন পৌরনিগমের জনসংখ্যা হবে 16 লক্ষ |
3.ওয়ার্ডসংখ্যা : 102 |
তার মানে, এখন পৌরসভা গুলিতে থাকা ওয়ার্ডের সংখ্যা অর্ধেকের বেশী কমে যাবে |
অর্থাৎ, কাঁচরাপাড়া পৌরসভায় এখন 24 টি ওয়ার্ড থাকলেও কর্পোরেশন হলে ওয়ার্ডের সংখ্যা এসে দাঁড়াবে 12-র কম |