প্যালেসের সামনে তিন জন, মদ ব্ল্যাক করছেন মধ্যম জন

48
    • লক ডাউনের প্রথম দিন থেকেই বিজপুর জুড়ে মদের কালোবাজারি চলে আসছে |কোন কোন মদের দোকান এবং বার থেকে মদ বেশী দামে বিক্রি হচ্ছে তা মদ্যপায়ীরা আগেই জেনে যাচ্ছেন, কিন্ত পুলিশ জানতে পারছে না | এই পুলিশ নিজেদের খাওয়ার জন্য লক ডাউনের মধ্যেও যেমন কাঁচরাপাড়ার পূর্ব পারের হোটেল খুলে রেখেছে, তেমনই ” নিজেদের স্বার্থে ” মদের কালোবাজারি চলতে দিচ্ছে, বলছেন পুলিশবিশেষজ্ঞ নাগরিকেরা |
    • পুলিশ জেনেশুনে মদের কালোবাজারি চলতে দিচ্ছে, এই মন্তব্যে বিশ্বাস রাখতে না – পেরে এই প্রতিবেদক kহাইরোডের ধারে কাঁচরাপাড়ার একটি নামী ইস্কুলের পাশের সুগন্ধিময় প্যালেস ভিজিটে যান | তখন ভর দুপুরবেলা | দূর থেকে দেখা যায় প্যালেসের সামনে দাঁড়িয়ে আছে একটি পুলিশ ভ্যান |  দূরে দাঁড়িয়ে থাকতে থাকতে এই প্রতিবেদকের মনে পড়ে যায়, এই প্যালেসেই তো লক ডাউনের কিছু দিন আগে বিজপুরের এক যুবনেতাকে ঢুকতে দেখেছিলেন | পুলিশ চলে যেতেই এই প্রতিবেদক প্যালেসের সামনে যান | দেখেন, আছেন তিন তিন জন |
    • একজন শুয়ে আছেন | একজন বাঁদরের সঙ্গে খেলছেন | একজন মধ্যবয়স্ক, সম্ভবত ম্যানেজারবাবু, রামনাম করতে করতে এগিয়ে এলেন | মদ চাই বলতেই তিনি জানালেন, 85 টাকা দামের দিশি মদের বোতলের দাম 400 টাকা আর তিন বার রামনাম নিয়ে বললেন, রামের পাইটের দাম 700 টাকা |  ” কম হবে না ” বলতেই রামনাম নিয়ে বললেন — তফাৎ যাও | এই প্রতিবেদক বললেন, পাইটই দিন. | তিনি প্যালেসের ভিতরে ঢুকে কাগজে জড়িয়ে নিয়ে এলেন মদের বোতল | এই প্রতিবেদক মধ্যবয়স্ক “রামের দাসকে ” বললেন —- কী মাল দিচ্ছেন, দেখিয়ে দিন | 700 টাকা দেব, মাল দেখে নেব না?  তিনি মাল দেখালেন এবং গুনে গুনে 700 টাকা নিলেন | শুটিং শেষ করে প্রাসাদ থেকে পথে ফিরে এলেন  এই প্রতিবেদক |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =