প্রস্তাবিত ব্যারাকপুর কর্পোরেশন গঠন নিয়ে আরও একধাপ এগোল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। কোন কোন এলাকা কর্পোরেশন এলাকায় ঢুকবে তার একটি মানচিত্র জলা প্রশাসনের পক্ষ থেকে পুর ও নগরউন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছে। কল্যানী এক্সপ্রেসওয়ে ধরে কাঁচরাপাড়ার দিকের বাঁদিক ধরে সমস্ত এলাকাই পড়ছে কর্পোরেশনের মধ্য। ডানদিকের সামান্য কিছু অংশও ঢুকবে কর্পোরেশনের মধ্যে। প্রস্তাবিত এলাকায় আছে কাউগাছি-১গ্রামপঞ্চায়েত, জেটিয়া ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতর প্রায় সবঅংশ কর্পোরেশনের অন্তর্ভুক্ত হচ্ছে। কাউগাছি-২ ও কাঁপা-চাকলার কিয়দাংশ কর্পোরেশনের অন্তর্ভুক্ত হচ্ছে। এছাড়া টিটাগড়, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর ও কাঁচরাপাড়া পৌরসভা রয়েছে প্রস্তাবিত এলাকায়। যে এলাকার মানচিত্র পাঠানো হয়েছে তাতে ১৬লক্ষ জনসংখ্যা রয়েছে। আটটি পৌরসভার ২০৪টি ওয়ার্ড ও গ্রাম এলাকার ১০২ ওয়ার্ড রয়েছে কর্পোরেশনের প্রস্তাবিত এলাকায়।ব্যারাকপুর কর্পোরেশন নিয়ে যে ধোঁয়াশা তৈরী হয়েছে সেই
ভাটপাড়ায় জমির পাট্টা প্রদান অনুষ্ঠানে মন্ত্রীকে কর্পোরেশনের ব্যাপারে প্রশ্ন করা হলে এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “ব্যারাকপুর মহকুমা কর্পোরেশন হবে কি না তা রাজ্য সরকার আগামীদিন ঠিক করবে । জেলা শাসক কর্পোরেশন সংক্রান্ত বিষয় নিয়ে রিপোর্ট তৈরী করছেন । সেই রিপোর্ট তিনি নবান্নে রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে ব্যারাকপুর কর্পোরেশন হবে কি না । জেলা শাসকের রিপোর্টার উপর বিষয়টি নির্ভর করছে।”