পয়লা জুন থেকে কাঁচরাপাড়া – হালিসহর পৌরসভার প্রশাসক পদে সুদামা – অংশুমানই

93

কাঁচরাপাড়া – হালিসহর সহ রাজ্যের 85 টি পৌরবোর্ডের মেয়াদ 17 মে শেষ হতে চলেছে |  রাজ্য সরকার  সিদ্ধান্ত নিয়েছে এই পৌরসভা গুলিতে প্রশাসক বসানো হবে | প্রশাসক পদে বসবেন সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যানই | তাই পয়লা জুন প্রশাসক হিসেবে হালিসহর – কাঁচরাপাড়া পৌরসভার  দায়িত্ব নেবেন অংশুমান রায় এবং সুদামা রায় | এই দুই চেয়ারম্যান সিআইসি এবং ভাইস চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সরকারি নির্দেশ অনুযায়ী পৌরসভা চালাবেন | তবে চেয়ারম্যান আর আগের মতো বোর্ড মিটিং ডেকে স্বাধীন ভাবে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =