পয়লা জুন থেকে শুরু হতে চলেছে ” বিজপুর বিধায়ক কাপ ” – এর জমজমাট টুর্নামেন্ট |
সামাজিক দূরত্ব মানা হলেও এই টুর্নামেন্টে কিন্তু মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয় |
এই টুর্নামেন্টের 16 টি দল হল :
1.রায়পরিবার ( ক্যাপ্টেন : হাপন রায় ) |
2.সুদামা রায় পৌরদল ( ক্যাপ্টেন : সুদামা রায় )|
3.অংশুমান – পাপন ইউনাইটেড ( ক্যাপ্টেন অংশুমান রায় ) |
4.অধিকারী ব্রাদার্স ( ক্যাপ্টেন : সুবোধ অধিকারী )|
5,ববি যুবগোষ্ঠী ( ক্যাপ্টেন : দেবাশিস রক্ষিত ) |
6.অশোক – অলোক যৌথ মঞ্চ ( ক্যাপ্টেন : খোকন তালুকদার ) |
7.মেঘ – বৃষ্টি ( ক্যাপ্টেন : প্রবীর সরকার ) |
8.জল সুজিত দল ( ক্যাপ্টেন : সুজিত দাস ) | 9.শম্ভু সরগম ( ক্যাপ্টেন : শম্ভু চ্যাটার্জী ) |
10.সোনালী শিবির
( ক্যাপ্টেন : সোনালী সিংহরায় )|
11, কাঁচরাপাড়ার আলো ( ক্যাপ্টেন : আলোরাণী সরকার ) |
12.রামা গ্রুপ ( ক্যাপ্টেন : রামাশঙ্কর গিরি )|
13, রাজা সংঘ ( ক্যাপ্টেন : রাজা সরকার ) |
14, মলয় এসি ( ক্যাপ্টেন : মলয় ঘোষ ) |
15.তৃণ ছাত্রদল ( ক্যাপ্টেন : তৃণাঙ্কুর ভট্টাচার্য )|
16. সম্পা – মিন্টু সলিডারিটি ( ক্যাপ্টেন : সম্পা শীল ) |
• এই টুর্নামেন্ট চলবে 31 মে, 2021 পর্যন্ত |
• লক ডাউনের দিন গুলিতে তৎপরতার ভিত্তিতে এই 16 দলকে বেছে নেওয়া হয়েছে |
• রাজনৈতিক ভাবে উচ্চাকাঙ্ক্ষী
ব্যক্তিদের ” ক্যাপ্টেন ” হিসাবে বেছে নেওয়া হয়েছে |
• এই টুর্নামেন্টে সর্বোচ্চ নম্বর 4 |
• বিপর্যস্ত ব্যক্তিদের ত্রাণ দিলে দল গুলি পাবে 2 নম্বর |
• ত্রাণদানের ছবিতে / ভিডিয়োয় বিপর্যস্ত ব্যক্তিদের ছবি দেখা গেলে 1 নম্বর কাটা যাবে |
• আর ত্রাণদান প্রচারসর্বস্ব না – হলে দল গুলি পাবে 4 পয়েন্ট |
• রাজনৈতিক দক্ষতার পরিচয় দিতে পারলে পাওয়া যাবে 4 পয়েন্ট |
• রাজনৈতিক অদূরদর্শিতার প্রমাণ পাওয়া গেলে 1 পয়েন্ট কাটা যাবে |
• কোন দলের ক্যাপ্টেন সম্মাননীয় কোন পদ পেলে সেই দল পাবে 4 পয়েন্ট |
• পদ খোয়ালে কাটা যাবে 1 পয়েন্ট |
• প্রতিন্দ্বন্দ্বী দলের কোন কর্মীকে ” ফাউল ” করলে 1 পয়েন্ট কাটা যাবে |
• যে কোন ভালো কাজের জন্য মিলবে 2 পয়েন্ট |
• ভালো বক্তৃতা / ভালো স্টেটমেন্ট রাখতে পারলে পাওয়া যাবে 4 পয়েন্ট |
• সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদাহরণ রাখলে 2 পয়েন্ট |
• সাধারণ মানুষের উপর অত্যাচারের প্রমাণ পাওয়া গেলে কাটা যাবে 4 পয়েন্ট |
• ভুল উচ্চারণ এবং বানান ভুলের জন্য 1 পয়েন্ট কাটা যাবে |
• অবৈধ কোন ব্যবসা, ভয় দেখিয়ে কারও কাছ টাকা নেওয়া হলে, রেশনের সামগ্রী, ত্রাণ – চুরির প্রমাণ মিললে কাটা যাবে 2 পয়েন্ট |
° দুঃস্থ – মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ালে
4 পয়েন্ট |
> পরিস্থিতি বিচার করে 1 / 2 পয়েন্টও দেওয়া হতে পারে |
° সেরার সেরা দল, সেরা দলকে পুরস্কৃত করা হবে
÷ ” ফেয়ার প্লে ট্রফি ” – ও দেওয়া হবে |