নাগরিক আইন ও এনআরসি আতঙ্কের মাঝে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা৷ দফায় দফায় সংশোধনের কাজ শেষ হওয়ার পর প্রকাশিত হয়েছে চূড়ান্ত পর্যায়ের ভোটার তালিকা৷ আর সেই তালিকা প্রকাশিত হতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য৷
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ২৬ লক্ষ আবেদন জমা পড়েছিল নির্বাচন কমিশনের দপ্তরের৷ বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার ভোটারের৷ নতুন ভোটার তালিকায় নাম তুলেছেন ২০ লক্ষ ৬৯ হাজার৷ পয়লা জানুয়ারির ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন নির্বাচন৷ আজ কমিশনের তরফে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে৷ এর আগে রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক আরিজ আফতাব জানিয়েছিলেন, ভোটার তালিকা সংশোধনে জন্য গোটা বাংলা থেকে সব থেকে বেশি পরিমাণ আবেদন জমা পড়েছে শুধুমাত্র সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলা থেকে৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা৷
জানা গিয়েছে, এর আগে ২০১১ সালে বাংলায় ৪০ লক্ষ আবেদন জমা পড়ে৷ এবার সেই সংখ্যা দ্বিগুণ ছুঁয়েছে৷ ৩০ লক্ষ নতুন আবেদন-সহ মোট ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক আরিজ আফতাব৷ গত ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে৷ সেই খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯৮ লক্ষ ১৫ হাজার ১৫৩ জন৷ পুরুষ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫৮লক্ষ ১৪ হাজার ৪৪৮৷ মহিলা ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৯৯ হাজার ৪৭৯ জন৷ তৃতীয় লিঙ্গ ভোটারের ১হাজার ২২৬ জন৷ চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা কয়েক গুণ বাড়তে বলে আগেই আশঙ্কা করেছিল পর্যবেক্ষক মহল৷ নির্বাচন কমিশনের তথ্যে বাংলায় জনবিস্ফোরণের ইঙ্গিতও পেতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷