আজ কাঁচরাপাড়ার প্রয়াত জননেতা বাবলু (দীপ্তিময়) রক্ষিতের 17 তম মৃত্যুবার্ষিকী |
এই উপলক্ষে আজ বেলা 12 টায় প্রবাহ ক্লাবে অনুষ্ঠিত হয় তাঁর স্মরণসভা
আর বিকেল তিনটে থেকে 650 দারিদ্রজর্জরিত মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, নুন, চাউমিন, জিরেগুঁড়ো, তেল, মুরগির মাংস, চাউমিন – সহ প্রায় 30 রকমের নিত্য প্রয়োজনীয় সামগ্রী |
” প্রবাহ ” ক্লাবের পক্ষে বাবিন (সুকান্ত ) রক্ষিত বলেন, ” আরও অনেক মানুষের হাতে আরও অনেক কিছু তুলে দেওয়া হবে আগামীদিনে |”