শেষ লোকসভা নির্বাচনে বারাকপুর লোকসভার সাতটির মধ্যে পাঁচটি বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি | এই পাঁচটি আসন হল বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল ও বারাকপুর |নোয়াপাড়ায় এবং আমডাঙায় পিছিয়ে ছিল বিজেপি | এগিয়ে তৃণমূল | কিন্ত, প্রবণতা বলছে, রাষ্ট্রপতি শাসনের কড়া বজ্রআঁটুনির মধ্যে সামনের বিধানসভা নির্বাচন হলেও ভাটপাড়া ছাড়া অন্য ছ ‘ টি আসনে পিছিয়ে থাকবে বিজেপি |
কেন?
কারণ লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে থাকা পাঁচটির মধ্যে চারটিতে বিজেপির এগিয়ে থাকার ব্যবধান মাত্র 1200 থেকে 8337 ভোট | বিজপুরে বিজেপি এগিয়ে 6896 ভোটে, নৈহাটিতে 1226 ভোটে, জগদ্দলে 8337 ভোটে, নোয়াপাড়ায় তৃণমূলের তুলনায় 526 ভোটে বিজেপি পিছিয়ে এবং ব্যারাকপুরে 3519 ভোটে এগিয়ে বিজেপি | ভাটপাড়ায় বিজেপি এগিয়ে 29743 ভোটে | আর আমডাঙায় তৃণমূল এগিয়ে 36566 ভোটে |
নোয়াপাড়ায় পরবর্তী উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুনীল সিং প্রায় 20 হাজারের বেশী ভোটের ব্যবধানে জেতেন |
দেখা যাচ্ছে, ভাটপাড়া এবং বিজপুর বাদে বাকি পাঁচটি বিধানসভা আসনে সিপিএমের হাজার হাজার ভোট কমেছে, আর সেই ভোট গেছে বিজেপির ভাণ্ডারে | লোকসভা নির্বাচনে ভাটপাড়া এবং বিজপুরে তৃণমূলের ভোট কমেছে 24 হাজারের কিছু বেশী আর আশ্চর্যের বিষয় এই দুটি বিধানসভায় এই ভোটের সবটাই চলে গেছে বিজেপির ঘরে |
ভাটপাড়ায় বামফ্রন্টের রমরমার দিন গুলিতেও অর্জুন সিং জিতেছেন | এই তৃণমূল শাসনেও এই আসনটি অর্জুন যেদিকে থাকবেন, সেই দিকেই যাবে | মানে এই আসনে বিজেপির জেতা নিশ্চিত | আবার আমডাঙায় কোন তাস খেলেও তৃণমূলকে হারাতে পারবে না বিজেপি | নোয়াপাড়ায় কংগ্রেস – সিপিএমের জোট প্রার্থী এগিয়ে |
জগদ্দলে এবং বিজপুরে সিপিএমের 10 হাজার ভোট সিপিএমের ঘরে ফিরলে বিজেপি প্রার্থী পিছিয়ে যাবেন | আবার বিজপুরে লোকসভা নির্বাচনে হারানো তৃণমূলের 24 হাজার ভোটের মধ্যে অর্ধেক তৃণমূলের ঘরে ফিরলে বিজেপি প্রার্থী অনেকটাই ব্যাকফুটে চলে যাবেন |
আর নৈহাটি বিধানসভায় তৃণমূল হারানো জমি কিছুটা পুনরুদ্ধার করতে পারলেই বিজেপির প্রার্থী পিছিয়ে যাবেন | ব্যারাকপুরে মাত্র 3519 ভোটে এগিয়ে বিজেপি | এটা নিশ্চিত, এখানে সিপিএম তার হারানো কয়েক হাজার ভোট ঘরে ফেরাতে পারবে | বিজেপির এক জেলানেতার অনুমান, ব্যারাকপুরে এবার অ্যাডভান্টেজ সিপিএম |
আবার, এটাও রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, রাষ্ট্রপতি শাসনের মধ্যে ভোট হলে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হবে |
আর তা বিজেপিকে লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে দেবে |