.
স্বাধীনতার আগে থেকেই পশ্চিমবাংলার মানচিত্রে বারাকপুর শিল্পাঞ্চল একটা আলাদা স্থান করে নিয়েছে। সেই পরিচিত স্থান এখন ২০২১-এর বিধানসভা ভোটের আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
২০১৬- র বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখা যাবে, রাজ্যের শাসক দল তার ভোট ব্যাঙ্ক-এ কাউকে থাবা বসাতে দেয়নি |
পাশাপাশি ৩৪ বছর এই রাজ্যে ক্ষমতায় থাকা বাম দল গুলি তাদের ভোটও প্রায় ধরে রেখে লড়াইয়ের ময়দানে টক্কর দিয়ে গিয়েছিল ।
আবার ২০১৪-তে নরেদ্র মোদির ঝড় বাংলার রাজনীতিতে ততোটা প্রভাব ফেলতে পারেনি বিজেপির ভোটবাক্সে ।
কিন্তু, তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। ২০১৯-এ বাংলায় যে সরকারবিরোধী চোরাস্রোত বইছিল সেটা শাসক দল তৃণমূল বুঝতে পারেনি। আর তাই ২০১৪ সালে জেতা তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদিকে ১৩৬২০ ভোটে হারিয়ে দেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বাহুবলী অর্জুন সিং।
সারা বাংলার সঙ্গে সঙ্গে বারাকপুর শিল্পাঞ্চলেও বামেদের ভোটব্যাংক ভেঙে বিজেপি শিবিরে যোগ হয়। ২০১৬ সালের বামভোট পুরোটাই বিজেপির দিকে ঝোঁকার ফলে বারাকপুর লোকসভার ৭ টা বিধানসভার প্রত্যেকটিতে বিজেপির(২০১৯) এর
ভোট বাড়ে |
বিজেপির এই বাড়তি ভোট বামেদের শিবির থেকে যাওয়া ভোট। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে —
আমডাঙ্গায় (৪৭৮৭৬), বিজপুর(১৪৫০৩),নৈহাটী(৩২০৬৮), ভাটপাড়া (২৫৭৯৪), জগদ্দল(৩১৫২৯), নোয়াপাড়া (৫৪৬৬২) এবং বারাকপুরে (৩৪০৮২) বামভোটের পরিবর্তনের ফলে বারাকপুর শিল্পাঞ্চল আজ একদা লালদুর্গ থেকে গেরুয়া দুর্গে পরিণত হচ্ছে।
তাই আগামী দিনে এই ৭-টি বিধানসভা যে অনেক চমকের সাক্ষী থাকবে সেটা বলার অবকাশ রাখে না।