কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়ামে বড়সড়ো আর্থিক কেলেঙ্কারির ঘটনা যে ঘটেছে, তা এই স্কুলের স্টেকহোল্ডারদের স্বীকারোক্তিতেই মালুম হচ্ছে |
স্কুলের প্রিন্সিপ্যাল বলছেন, চোর ধরছি | স্কুল ম্যানেজমেন্টের মাথা বলছেন, চোর ধরছি | আর অন্যরা বলছেন, চুরি হচ্ছে | বিল্ডিং হচ্ছে, আর তা করছে তৃণমূলের লোকেরাই |
স্কুল ম্যানেজমেন্টের বর্তমান প্রধান বলছেন, ” আমি 2019 – র আগস্টে স্কুলে এসেছি | কিন্ত, পুরনো কমিটি 2017 সালে দ্বিতল ও ত্রিতল, স্কুলগেট এবং সাইকেল স্ট্যান্ড করার সিদ্ধান্ত নেয় | সেই সিদ্ধান্তের শরিক ছিলেন বর্তমান প্রিন্সিপ্যাল | তিনি ছিলেন অন্যতম স্বাক্ষরকারী |এখন সেই প্রিন্সিপ্যালই সেই সিদ্ধান্তের বিরোধিতা করছেন !”
আর প্রিন্সিপ্যাল বলছেন, চিঠি দিচ্ছেন সর্বত্র, লিখছেন —- দরকার নেই নতুন বিল্ডিঙের | তাঁর উপরে চাপ তৈরি করছে তৃণমূল – নিয়ন্ত্রিত কমিটি |
[ চলবে ]