বিজপুরের 30 শতাংশ পুরনো কাউন্সিলর টিকিট পাবেন

96

ভোটগুরু প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে সামনের পৌরসভা নির্বাচনে বিজপুরের দুটি পৌরসভার পুরনো কাউন্সিলরদের মধ্যে 30 শতাংশকে টিকিট দেবে তৃণমূল | বাকি 70 শতাংশ হবেন নতুন মুখ |

এই ক্ষেত্রে দলের মন্ত্রী – নেতাদের ভেটকি, গলদা চিংড়ি, মিস্টির প্যাকেটে ” সন্দেশ ” দিলেও পাওয়া যাবে না টিকিট |

পি কে – র টিম আইপ্যাক ইতিমধ্যেই ফিল্ডে নেমে গেছে | তৈরী হচ্ছে ফাইল |

নতুনদের ক্ষেত্রে roদলীয় পদ বা দলে প্রভাব নয়, স্বচ্ছ ভাবমূর্তি, ঠিকেদারদের সঙ্গে সম্পর্ক এবং জনপ্রিয়তা হবে প্রার্থী বাছাইয়ের মাপকাঠি |

পুরনোদের ক্ষেত্রে কাজ, জনপ্রিয়তা, অভিযোগ এবং স্বচ্ছ ভাবমূর্তির ভিত্তিতে মার্কশিট তৈরী করা হবে |

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 8 =