বিজপুর : ” অপমানিত “হালিশহর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অংশুমান পদত্যাগ করতে চাইলেন

280

গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে বিজেপির বিরুদ্ধে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহবান জানাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা, কিন্ত ভবী ভোলার নয় |
আর তাই দেখা যাচ্ছে, পৌরসভা আর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে তাঁর দলের নিচুতলা – ওপরতলার নেতা – নেত্রীরা ততোই বেশী বেশী করে দায়িত্বজ্ঞানহীন হয়ে গোষ্ঠীদ্বন্দ্বের আগুনে
ঘি ঢালছেন |
বিজপুর বিধানসভা অঞ্চলে এই গোষ্ঠীদ্বন্দ্ব মারাত্মক আকার নিয়েছে |
কাঁচরাপাড়া পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুদামা রায়ের বিরুদ্ধে টাউন তৃণমূলের
একটি শক্তিশালী অংশ সব সময়ই সক্রিয়
রয়েছে |
হালিশহর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অংশুমান রায়ের উল্টোদিকে রয়েছেন
দলের একাধিক বিদায়ী কাউন্সিলর |
এতদিন তাঁদের বিরুদ্ধে লড়ে গেছেন অংশুমান |
কিন্তু, গতকাল রাতে বিজেপি থেকে তৃণমূলে এসেই জেলানেতা বনে যাওয়া এক ব্যক্তি তাঁকে ডেকে নাকি জঘন্য ভাষায় আক্রমণ করেন |
চোর – ধান্দাবাজও নাকি বলেন অংশুমানকে |
প্রচন্ড অপমানিত বাবু অংশুমান গতকাল রাতেই হালিশহর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি লেখেন দলের উচ্চ নেতৃত্বের কাছে |
দল এই ইস্তফা অনুমোদন করেছে কিনা
এখনও পর্যন্ত জানা যায়নি |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 5 =