বিজপুর : অভিষেকের নির্দেশে টলমল কাঁচরাপাড়ার সুজিত এবং…

261

সৰ্বভারতীয় যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের পদাধিকারীদের বয়স চল্লিশ বছরে বেঁধে দেওয়ার নির্দেশ দিয়েছেন | আর এই বয়সের গেরোয় টলমল বিজপুর তৃণমূল তথা কাঁচরাপাড়া যুব তৃণমূলের আহবায়ক সুজিত দাসের পদ | হালিসহর যুব তৃণমূলের সভাপতি প্রণব লোহও সুজিতের মতো পদ খোয়াতে চলেছেন বলে খবর |

অন্য দিকে নৈহাটি বঙ্কিম যুব তৃণমূলের দুই নেতা সুনীল ও লক্ষ্মণও পদ খোয়াতে চলেছেন বলে খবর |

এদিকে রাজনীতির কারবারিরা বলছেন, সুজিত দাস এখন কাউন্সিলর নন, যুব তৃণমূলের পদও চলে যাচ্ছে, এখন উনি কী করবেন?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =