বিজপুর : আজ পয়লা আগস্ট, আজ কাঁচরাপাড়ায় করোনা – সংক্ৰমণ ডাবল সেঞ্চুরি হাঁকাবে

338

আজ পয়লা আগস্ট | আজ আর লকডাউন নেই | তাই আজ পুলিশ ফাঁকা মাঠে গোল দেবে না | আমআদমি গায়ে গা লাগিয়ে কচি পাঁঠার মাংস, আটশো গ্রামের হিলসা আর চিকেন কিনবে, আর পুলিশ সে সব দেখেও দেখবে না, আঙুল চুষবে |আজ লকডাউন নেই |

তাই পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্যরা এসি ঘরে বসে ঝিমোবেন | আর গর্ত থেকে বেরিয়ে হাজারে হাজারে পাবলিক গায়ে গা লাগিয়ে সবজি কিনবে, ব্যাঙ্কের – পোস্টাপিসের কাউন্টারে লাইন দেবে, চায়ের দোকানে পাশাপাশি বসে খবরের কাগজ পড়তেপড়তে চা খাবে, আর করোনার ভ্যাকসিন নিয়ে আলোচনা করবে |

আজ 1 আগস্ট | আজ লকডাউন নেই | তাই আজ কাঁচরাপাড়ার রাজনীতির লোকেরা প্রতিবাদসভা করবেন | মিছিলও করতে পারেন |করতে পারেন মাস্ক – স্যানিটাইজার বিতরণ |

আজ পয়লা আগস্ট | আজ লকডাউন নেই | তাই আজ উৎসবের দিন | আজ সেজেগুজে রাস্তায় বেরিয়ে ঘরে ঘরে করোনাকে অভ্যর্থনা জানানোর দিন |

আজ পয়লা আগস্ট | আজ লকডাউন নেই |আজ সবাই স্বাধীন | আজ কাঁচরাপাড়ায় তাই করোনা সংক্ৰমণ ডাবল সেঞ্চুরি হাঁকাবে |

আর এই রেলশহরে মৃত্যুর সংখ্যা আগামী দিনে বাড়তেই থাকবে |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 5 =