বিজপুর : আজ – কাল বন্ধ মন্ডল বাজার

125

কাঁচরাপাড়ার মন্ডল বাজারের এক গুড় – ব্যবসায়ী সাধুখাঁ পরিবারের 5 জন করোনা – সংক্ৰমিত হওয়ায় আজ ও কাল মন্ডল বাজার বন্ধ রাখা হচ্ছে |
এদিকে দেখা যাচ্ছে, কাঁচরাপাড়ায় করোনা সংক্ৰমণ দ্রুত ছড়িয়ে পড়ছে | মুখে মুখে 100-200 সংখ্যা ফিরছে | কাঁচরাপাড়া পৌরসভার পক্ষে নাগরিকদের কাছে প্রকৃত তথ্য তুলে ধরা হচ্ছে না | অথচ পাশের কল্যাণী পৌরসভা জানিয়ে দিয়েছে গতকাল পর্যন্ত 39 জন নাগরিক কোভিড পজিটিভ |
এদিকে কাঁচরাপাড়ায় ফের কড়া লকডাউনের দাবি উঠতে শুরু করেছে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =