গত 14 জুন বিজপুর থানা মারফত কাঁপা – চাকলা পঞ্চায়েতে খবর আসে কাঁপার কেন্দ্রীয় বিদ্যালয়ের পোলিও আক্ৰান্ত ইংরেজির শিক্ষক মণীষপ্রসাদ চক্রবর্তী কোভিড পজিটিভ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন |
পঞ্চায়েত সূত্রেই আজ খবর, 19 জুন রাতে ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন
পড়ুয়াদের প্ৰিয় স্যার এম পি চক্রবর্তী |
তাঁর মৃত্যুর খবর অবশ্য ইতিমধ্যেই শিক্ষক এবং ছাত্র – ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে |