গত ১৫ দিনে কাঁচরাপাড়ায় করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়েছে | অবশ্য সে দিকে কাঁচরাপাড়ার অপদার্থ পৌরবাবুদের নজর পড়েনি | আর তাই তার ফল আজ কাঁচরাপাড়ার নাগরিকদের ভোগ করতে হচ্ছে। বর্তমানে যা পরিস্থিতি তাতে বোঝাই যাচ্ছে যে কাঁচরাপাড়া পৌরসভার 24 -টি ওয়ার্ড কার্যত করোনা জতুগৃহে পরিণত হয়েছে | কারন স্বরুপ বলা যেতেই পারে যে বিজপুরের অভ্যন্তরের একটি বড়ো রেল কারখানা, ওয়ার্কশপ রোড ,গান্ধী মোড় সংলগ্ন বাজার গুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেননি অপদার্থ পৌরবাবুরা । যার ফলে সমগ্র কাঁচরাপাড়া জুড়ে করোনার ভয়াবহ প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। কাঁচরাপাড়া পৌরসভা ন্যূনতম পজিটিভ কেস গুলোর এলাকা ভিত্তিক তালিকা দিতে ব্যর্থ। অনুমান করা হচ্ছে, প্রায় 150 -র পজিটিভ কেস কাঁচড়াপাড়া অঞ্চলে এই ক’দিনে পাওয়া গেছে। কাঁচড়াপাড়ার প্রতিটি ওয়ার্ড এখন কনটেন্টমেন্ট জোনে পরিণত হয়েছে। প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কিনা তার সদুত্তর পাওয়া যাচ্ছে না ।প্রশ্ন উঠছে, মেয়াদ – উত্তীর্ণ চেয়ারম্যান কি কাজ করার মানসিকতা হারিয়ে ফেলেছেন ?
নাকি পৌরবাসীর প্রতি তাঁর আর কোন দায়বদ্ধতা নেই ?