বিজপুর : কাঁচরাপাড়ায় প্রতিদিন গড়ে ছ ‘ জন করোনায় আক্রান্ত হচ্ছেন, তবুও কেন কঠোর পদক্ষেপ করছে না পৌর – প্রশাসন?

366

কাঁচরাপাড়া পৌরসভার আনঅফিসিয়াল সূত্র জানিয়েছে, 31 জুলাই পর্যন্ত কাঁচরাপাড়ায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ছিল 67 | ওই সূত্রটিই জানিয়েছে, 3 আগস্ট পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 83 | সংখ্যার এই তারতম্য বলছে, গড়ে প্রতিদিন অন্তত ছ ‘ জন নাগরিক করোনায় আক্রান্ত হচ্ছেন | ইতিমধ্যে 2 জন করোনা সংক্রমণে মারা গেছেন | তারপরেও দেখা যাচ্ছে, দোকানে – বাজারে ভিড় উপচে পড়ছে | পুলিশ এবং পৌর – প্রশাসন তা সামাল দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করছে না | অথচ, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে পৌর – প্রশাসন এর আগে 27 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল | কিন্তু, দেখা গেছে এই লকডাউনের মধ্যেও নাগরিকেরা আক্ৰান্ত হয়েছেন | কারণ নাগরিকেরা সচেতন নন | লকডাউন উঠলেই দোকানে – বাজারে গায়ে গা লাগিয়ে জিনিস কিনছেন নাগরিকেরা | দোকান – বাজারে পারস্পরিক দূরত্ব ও মাস্ক ব্যবহার বজায় রাখার কোন চেষ্টাই দেখা যাচ্ছে না পৌরসভা ও পুলিশের তরফে | কেন?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 13 =