কাঁচরাপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোকময় লাহিড়ী 21 জুলাই লক্ষ্মী সিনেমায় পতাকা তুলে এসে নিজের ওয়ার্ডে সেই একই মহান কাজ করেছিলেন | 23 জুলাই মহান মিস্টার লাহিড়ী করোনা – পরীক্ষার জন্য নিজের লালারসের নমুনা দান করেন |আজ 28 জুলাই জানা গেছে মিস্টার লাহিড়ী করোনা পজিটিভ | কাঁচরাপাড়া পৌরসভার প্রশাসনিক অপদার্থতার বিরাট ” সাফল্যের নজির ” আজকের রিপোর্ট | আজ মিস্টার ইন্ডিয়া লাহিড়ি – সহ কাঁচরাপাড়া পৌরসভা অঞ্চলের 28 জন আক্ৰান্ত | মদ বিক্রি অবশ্য কাঁচরাপাড়া শহরে চালু আছে | সততা – নৈতিকতা ভোগে গেছে | রোজ আপডেট কেন দিচ্ছে না কাঁচরাপাড়া পৌরসভা? নাম – ধাম বলার দরকার নেই, কিন্তু সঠিক তথ্য দেবে তো কাঁচরাপাড়া পৌরসভা |দেবে না | কারণ, মূর্খ এবং ধান্দাবাজরা এখন পৌরসভায় দাপিয়ে বেড়াচ্ছেন !