বিজপুর / কাঁচরাপাড়া / নিউ কলোনি : শিশু করোনা পজিটিভ হলে মায়ের সঙ্গেই তাকে পাঠানো হবে কোভিড হাসপাতালে

139

কাঁচরাপাড়ার 2 নম্বর ওয়ার্ডের নিউ কলোনির রেশন লাইনের এক অবাঙালি পরিবারের
গৃহবধূকে প্রসবের জন্য স্থানীয় রেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল |
কিছু লক্ষণ দেখে তাঁকে কলকাতার বিআরসিং হাসপাতালে ‘ রেফার ‘ করে কাঁচরাপাড়া রেল হাসপাতাল |
কলকাতার হাসপাতালে দিন পাঁচেক আগে স্বাভাবিক ভাবেই তাঁর ‘ ডেলিভারি ‘ হয় |
তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য সংগ্ৰহ করে বিআরসিং |
তিনি যে দিন ঘরে ফেরেন সে দিনই বিআরসিং
হাসপাতালে ওই প্রসূতির রিপোর্ট আসে |
স্থানীয় থানা তৎপরতার সঙ্গে ওই রেল কোয়ার্টার অঞ্চলে ব্যারিকেড তৈরি করে |
ওই প্রসূতি মা – কে সন্তান – সহ আলাদা রাখার ব্যবস্থা করে |
শিশুটির লালারসের নমুনা সংগ্ৰহ করে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করে |
আজ পৌরসভার স্বাস্থ্যকর্মীরা ওই প্রসূতি এবং শিশুকে দেখে আসে |
তাঁদের থেকে জানা যায়, এখনও ওই শিশুটির পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি |
মায়ের মতো শিশুর রিপোর্ট পজিটিভ আসলে দু ‘ জনকেই একসঙ্গে কোভিড হাসপাতালে পাঠানো হবে |
এদিকে এলাকায় গিয়ে দেখা যায়, ঘর থেকে বেরোচ্ছেন না কোয়ার্টারহোল্ডাররা |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =