বিজপুর : কাঁচরাপাড়া পৌরসভার ‘ গাড়িবাবু ‘ করোনা পজিটিভ, তাতে কী? পৌরসভা চলছে একশো শতাংশ কর্মী নিয়েই !

394
  1. কাঁচরাপাড়া পৌরসভার হিসেব বিভাগের কর্মী কাঞ্চন নাথ  করোনা পজিটিভ | তবুও একশো শতাংশ কর্মী নিয়েই চলছে পৌরসভা ! আর পৌরকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে | তাঁরা বলছেন, শুধুমাত্র ‘ গাড়িবাবুর ‘ (পৌরসভায় যেহেতু কাঞ্চনবাবুর চার – পাঁচটি গাড়ি খাটছে এবং নিজের কাছের লোকের জন্মদিনে গাড়ি প্রেজেন্ট করেছেন তাই   ) দফতরকে কোয়রাণ্টিনে পাঠাতে চাইছেন চেয়ারম্যান, কিন্তু কিছুতেই 50 শতাংশ কর্মী নিয়ে পৌরসভা চালানোর সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি | পৌরকর্মীরা বলছেন এক্সজিকিউটিভ অফিসার ( ইও ) এবং চেয়ারম্যানের ক্ষমতার লড়াইয়ে তাঁরা স্যান্ডউইচ হচ্ছেন | ইও তাপশ মন্ডল চোর ধরতে চাইছেন আর নম্বর বাড়াতে চাইছেন | আর চেয়ারম্যান চোরদের আড়াল করতে চাইছেন | কাজের কাজ কিছুই হচ্ছে না | তার মধ্যে আবার চেয়ারম্যান মহামূর্খ | ইংরেজির কিছুই বোঝেন না | ফলত, সরকারি নির্দেশিকার ভুল মানে করেন | উনিও 100 শতাংশ কর্মী নিয়ে কাজ করিয়ে ভুলভাল ভাবে নম্বর বাড়াতে চাইছেন |এদিকে জানা যাচ্ছে, সরকারি হাসপাতালের পরীক্ষায় সন্তুষ্ট নন কাঞ্চনবাবু | তিনি আগামীকাল বেসরকারি সংস্থায় লালারসের নমুনা পরীক্ষার জন্য জমা দেবেন | এজন্য তাঁর বাড়ির লোকেরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন | বলছেন, পজিটিভ নন কাঞ্চন নাথ | এদিকে, আতঙ্কিত 15 নম্বর ওয়ার্ডের মানুষজন |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 2 =