বিজপুর : কাঁপার লেক রোডে কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক করোনা নেগেটিভ

145

কাঁপার লেক রোডের বাসিন্দা বাসুদেব মিত্রর রক্তে নোভেল করোনা ভাইরাস পাওয়া যায়নি |
মিত্রবাবু কাঁপার কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক | দমদম নাগেরবাজারের আই এল এস হাসপাতালে পেটখারাপের চিকিৎসা করাতে ভর্তি হয়েছিলেন তিনি |
পাশেই ছিল আইসোলেশন ওয়ার্ড |
তাঁর জ্বর আসায় এলাকায় ছড়িয়ে পড়ে যে তিনি করোনা পজিটিভ |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 18 =