বিজপুর / কাঁপা সেনাছাউনি : ” টেন্ট ” তৈরি করে কামান নিয়ে সেনাদের জোর মহড়া

101

আজ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই কাঁপা সেনাছাউনিতে
জোর মহড়া শুরু হয়ে যায় |
মুহূর্তের মধ্যে গোটা তিনেক ” টেন্ট ” খাটিয়ে দু ‘ খানি কামান নিয়ে ঘন্টা খানেক এই
মহড়া চলে |
শত্রুকে লক্ষ্য করে কামান ছোঁড়া, পজিশন নেওয়া অনুশীলন করেন পাঞ্জাবী রেজিমেন্টের
সেনারা |
সেনাদের পেশাদারি চিৎকারে
বোঝা যায় যুদ্ধে যেতে
তাঁরা তৈরি |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + nineteen =