বিজপুর / চারাপোল : করোনা – আক্রান্ত শিক্ষকের সংস্পর্শে এসে সেলুনকর্মী বাচ্চু কোভিড পজিটিভ

720

করোনা – আক্রান্ত হয়ে 18 জুন রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যান কাঁপা কেন্দ্রীয় বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক মণীষপ্রসাদ চক্রবর্তী |
তিনি চারাপোলে থাকতেন |
9 জুন হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি
চারাপোলে এসেছিলেন 7 জুন |
চুল কেটেছিলেন বাচ্চু ঠাকুরের সেলুনে | তারপর থেকেই জ্বরে ভুগছিলেন বাচ্চু |
গতকাল স্বাস্থ্য দফতর সূত্রে কাঁপা – চাকলা পঞ্চায়েতে খবর আসে বাচ্চুর রিপোর্ট করোনা পজিটিভ |
পঞ্চায়েত সদস্য সুনীল যাদব জানিয়েছেন, আজ বাচ্চুবাবুকে কোভিড হাসপাতালে ভর্তি করা হবে |
অন্য দিকে জানা গেছে, শিক্ষক এম পি চক্রবর্তীর বাড়ির পরিচারিকার রিপোর্ট নেগেটিভ এসেছে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =