বিজপুর : পৌরকর্মী আক্রান্ত, কাঁচরাপাড়া পৌরসভা তিনদিন বন্ধ ! করোনাভাইরাস কী তিনদিন থাকে?

176

কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান সুদামা রায়ের খুবই কাছের এক পৌরকর্মী কোভিড পজিটিভ হওয়ায় 10 থেকে 12 আগস্ট পৌরসভা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে | আর শহরে  এই নিয়ে ঠাট্টা – তামাশা শুরু হয়ে গেছে | নাগরিকরা বলছেন — চেয়ারম্যান কী করে জানলেন, পৌরসভায় মনসা – রূপী করোনাভাইরাস তিনদিন থাকবে ! বন্ধ রাখলে তো অন্তত সাতদিন বন্ধ রাখা উচিত |  এদিকে জানা যাচ্ছে,পৌরসভায় ঘাঁটি গেড়ে থাকা  মনসারূপী করোনাকে ” ধূপের ধোঁয়া ” ( পড়ুন স্মোক স্যানিটাইজার দিয়ে ) দিয়ে জীবাণুমুক্ত করা হবে এই বন্ধ – থাকা দিন গুলিতে | যদিও সকলেরই মত, ধোঁয়া স্যানিটাইজারে কাজের কাজ কিছুই হয় না | পয়সা নষ্ট হয় | এজন্য জনগণের এই স্থানীয় স্বায়ত্বশাসিত সরকারের কার্যালয় জীবাণুমুক্ত করার জন্য লিকুইড স্যানিটাইজার ব্যবহার করা উচিত ছিল | কিন্ত, পৌরসভা চালাচ্ছেন যিনি, তাঁর ভাবনা নেই এ ‘ সব নিয়ে | কারণ.  .   |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − one =