বিজপুর : বর্তমান বিধায়ক বিজেপি, তৃণমূল কিংবা বাম – কংগ্রেসের প্রার্থী হবেন না

302

7বিজপুরের বর্তমান বিধায়ক এখনও খাতায় – কলমে বিজেপিতে রয়েছেন | কিন্তু, তাঁকে বিজেপির কোন সভা – সমিতিতে দেখা যাচ্ছে না | কিছু করলে তিনি ব্যক্তিগত উদ্যোগেই করছেন | আর রাজনীতির ম্যানেজাররা বলছেন, বিধায়ক তৃণমূলে ফিরছেন | তিনি তৃণমূলের হয়েই সামনের বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন | কিন্ত, উপরতলার তৃণমূল নেতারা জানেন, আর কেঁচেগণ্ডুষ করবেন না বিজপুরের বিধায়ক | তিনি বা তাঁর বাবা আর কোন দিনই তৃণমূলে ফিরবেন না | কেন, তা নেত্রী এবং তাঁর ঘনিষ্ঠ জনেরা জানেন | অবশ্য কেউ কেউ এরপরও বলবেন, এ দেশের রাজনীতিতে সবই সম্ভব | কিন্ত, মুকুল রায় – শুভেন্দু অধিকারীরা জানেন, তৃণমূল ছাড়লে তৃণমূলে ফেরা যায় না, অন্যরা পারলেও দক্ষ সংগঠকদের পক্ষে রাজনীতিতে উচ্চাভিলাষীদের পক্ষে তৃণমূল ছাড়লে তৃণমূলে ফেরা অসম্ভব | আবার অভিজ্ঞতা থেকে মুকুল – শুভেন্দুরা বুঝতে পারছেন বিজেপির মতো ” বিদেশিদের দলে ” কাজের স্বাধীনতা নেই | এই দলে ” মূর্খদের ” প্রাধান্য বেশি | তাঁদের আন্ডারে কাজ করা সম্ভব নয় | তাহলে কি?

তাহলে কি বাম বা কংগ্রেস?  মুকুল – শুভেন্দু জানেন, এই মঞ্চের পক্ষে একুশের নির্বাচনে ক্ষমতায় ফেরা অসম্ভব | আর তাই বিজপুরের বিধায়ক, তাঁর বাবা এবং শুভেন্দুরা কি করবেন?  হাল ছেড়ে দিয়ে কি  আঙুল চুষবেন? নাকি….?

শুভেন্দু – মুকুলরা আঙুল চোষার লোক নন | তাঁরা আঙুল তুলে কথা বলতেই ভালোবাসেন | আর তাই তাঁরা নতুন দল করবেন | করবেন না, করেই ফেলেছেন | নির্বাচন কমিশনে  সেই নতুন দলের নথিবদ্ধকরণের প্রক্রিয়া শেষ হয়েছে |

এই নতুন দলের লক্ষ্য হল সামনের বিধানসভা নির্বাচনে অন্তত 40 থেকে 50 – ti আসন পাওয়া | এই জন্য বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরুও করে দিয়েছেন শুভেন্দু | শুভেন্দু জানেন, নিজের প্রভাবে অন্তত 20 – টি বিধানসভা আসন তিনি পেতে পারেন | আর তাঁর সঙ্গে মুকুল রায় এবং তাঁর অনুগামীরা থাকলে আরও 20 – টি আসন পাওয়া সম্ভব |

বিজপুরের বিধায়ক এই নতুন দলের হয়েই প্রার্থী হবেন | আর বিজপুরে হবে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা | এই দ্বন্দ্বে বিজেপি – তৃণমূল – বামকংগ্রেসের বিরুদ্ধে লড়ে জয়ের  হ্যাটট্রিক কি করতে পারবেন বিজপুরের বর্তমান বিধায়ক?

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =