বিজপুর : বিজেপি ঘুরে ঘরে – ফেরা নেতারাই পদ পাচ্ছেন তৃণমূলে

1443

ভয়ে – লোভে দল ছেড়ে বিজেপিতে গিয়ে ফের দলে ফেরা নেতাদেরই কদর বাড়ছে বিজপুর তৃণমূলে !

সুবোধ অধিকারী লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢোকেন | লোকসভা নির্বাচনের পরে তৃণমূলে ফিরে এসেই পেয়ে যান জেলা সাধারণ সম্পাদকের পদ এবং নীলগাড়ি |কাঁচরাপাড়া পৌরসভার বিদায়ী চেয়ারম্যান এবং হালিশহর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অংশুমান রায় লোকসভা নির্বাচনের পরে বিজেপিতে গিয়ে ফের দলে ফিরে চেয়ারম্যানের পদেই থেকে যান | এমনকি পৌরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে প্রশাসনিক বোর্ড তৈরি করা হলে দুই রায়বাবুকেই দুই পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান পদে বসানো হয় | অংশুমান ইস্তফা দিলে বিজেপি ঘুরে – আসা রাজু সাহনিকে করা হয় চেয়ারম্যান |

হালিশহর পৌরসভার বিদায়ী কাউন্সিলর এবং তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব লোহও বিজেপিতে গিয়ে ঘরে মানে তৃণমূলে ফেরেন | বয়স চল্লিশ পেরোনোয় তাঁকে যুব সভাপতির পদ থেকে সরে যেতে হবে | খবর, তিনি হতে চলেছেন হালিসহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি |

সুবোধবাবুর ভাই কমলবাবুও শেষ লোকসভা নির্বাচনের ফল বেরনোর পরে অন্যদের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান | পরে অবশ্য দাদার সঙ্গে তৃণমূলে ফেরেন |খবর, তিনি হতে চলেছেন কাঁচরাপাড়া তৃণমূল যুবর সভাপতি !

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 15 =