কাল 27 আগস্ট থেকে 1জুলাই পর্যন্ত বিজপুর, কাঁপা, জেটিয়া এবং মাঝিপাড়ায় লকডাউন | আর তাই আজ 26 জুলাই বাজারহাটে সমস্ত নিয়ন্ত্রণ উঠে গেল | যাঁরা লকডাউন ডাকছেন, তাঁরা মানুষের জীবন – জীবিকা নিয়ে তো নয়ই, বাজারের ফাটকাবাজি নিয়েও ভাবতে রাজি নন | লকডাউন ডেকেই ঠান্ডাঘরে ঢুকে পড়ছেন তাঁরা | এদিকে যাঁদের জন্য লকডাউন ডাকা, তাঁরা গায়ে গা লাগিয়ে জিনিস কিনছেন, আর করোনা সংক্ৰমিত হয়ে লকডাউনের আগের দিন ঘরে ফিরছেন | কাঁচরাপাড়ার মন্ডলবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ সাহা করোনায় মারা গেলেও, এই বাজারেরই গুড়বিক্রেতা সাধুখাঁ পরিবারের 5 জন করোনা পজিটিভ হলেও, সেই মন্ডলবাজারে আজ 26 জুলাই ক্রেতারা ভিড়ে নাকাল হয়ে গায়ে গা লাগিয়ে ন্যায্যমূল্যের চেয়ে বেশী দামে জিনিস কিনছেন | সব জিনিসের দাম বেশী নেওয়া হচ্ছে | আলু কাল ছিল 32 টাকা, আজ 26 জুলাই 40 টাকা কেজি | পটল 50 টাকা | লকডাউনের ধাক্কায় মানুষের আয় তলানিতে ঠেকেছে | তার মধ্যে মুদিদ্রব্য থেকে কাঁচা সবজি – ফল সব জিনিসের দাম ন্যায্য মূল্যের থেকে অনেক বেশী নেওয়া হচ্ছে | আর মানুষ রেগে গিয়ে বলছেন…. এবার নেতাদের.. |