স্টেশনের সেই সিপিএম হকার নেতাকে মনে পড়ে?
শুধু স্টেশনে মৌরসীপাট্টা কায়েম করে
ওই নেতা কত বাগান যে কিনেছেন,তার কোন হিসেব নেই |
এই স্টেশন অলিখিত ভাবে 5 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে |
বিবেকানন্দ হকার মার্কেটে খাটছে লক্ষ লক্ষ টাকা |
তৃণমূলের অনেক হেককরের টাকা খাটে
এই মার্কেটে |
রুটের টোটো – অটো তো আছেই |
আছে একটি সান্ধ্য বাজার |
সেখান থেকে নিয়মিত ” চাঁদা ” তোলা হয় |
একেবারে স্টেশনের সামনে বলে এই 5 নম্বর ওয়ার্ডে জমি – বাড়ি বিক্রি থেকেও কমিশন ওঠে |
এই ওয়ার্ডের লাগোয়া বিপণি গুলি তো এই ওয়ার্ডের সোনার হাঁস |
এই সাম্রাজ্যের অধিপতি রাজা – রাণী |
এতো বড়ো সাম্রাজ্যের অধিপতি হলেও করোনা – বিপর্যস্ত, আমপান বিধ্বস্তদের ত্রাণে পিছিয়ে এই রাজা – রাণী |
একটি নিউজ পোর্টালের অফিসে বসে ক্যামেরার সামনে কিছু মানুষকে কিছু জিনিস দিয়েছেন রাণী |
আর নিজেকে হাসির খোরাক করে তুলেছেন |
আমপান বিধ্বস্তদের ত্রাণ দিতে কাঁচরাপাড়া থেকে অনেক তৃণমূল নেতা – নেত্রী সন্দেশখালি – হিঙ্গলগঞ্জে গেছেন |
রাজা – রাণী সেই দলে নেই |
রাজা – রাণী ঠিক কোন দলে?
তৃণমূলে?
তৃণমূলে থাকলে রাণী তিন বুথ এজেন্ট সহ 17 তৃণমূল কর্মীর বিরুদ্ধে ” কেস ” করেন
কি করে?
13 জুন রাতে ধরমবীর কলোনির কয়েকটি বাড়িতে বোমাবাজি হয় ও গুলি চলে |
রাণী সেই ক্ষতিগ্রস্ত মানুষ গুলোর পাশে দাঁড়িয়েছেন কি?
বরং, তিনি বা তাঁর লোকেরা প্রচার করলেন, দীপক সরকার মার খাওয়ার পরে রাজাবাহিনী ভয় পেয়ে নিজেদের সমর্থকদের বাড়িতে নিজেরাই
বোমাবাজি করেছে |
এ কী বিশ্বাসযোগ্য?
রাণী থাকা সত্বেও 13 জুন রাতে তাঁরই সমর্থক দীপক সরকার মার খায় কী করে?
দীপক মার খাওয়ার পরে রাণী কী করছিলেন?
বোমাবাজি করেছে দীপক, কালিপদ —- বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত মানুষেরা ক্যামেরার সামনে এই দাবি করেছেন |
রাণী কী বলবেন?
অন্য দিকে রাজাও ব্যর্থ |
তার নিয়ন্ত্রিত ওয়ার্ডে দীপকের লোকেরা বোমাবাজি করে কী করে?
তাহলে বলতে হয়, রাজার তুলনায় দীপকের ক্ষমতা বেশী |
রাজা কী বলবেন?
সাম্রাজ্য থেকে প্রচুর ” আয় ” হলেও তাই বলতে হয় — রাজা – রাণী দু ‘ জনেই ওয়ার্ডের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ |
তাহলে?
কাল অষ্টম কিস্তি |