বিজপুর : ” সুগার ফল ” করেছে কাঁচরাপাড়ার সিপিএম নেতা শম্ভুর, ভর্তি বেলভিউয়ে

208

আজ 2 আগস্ট রাতের     খবর ” সুগার ফল ” করেছে কাঁচরাপাড়ার সিপিএম নেতা শম্ভু  চ্যাটার্জির | 1 আগস্ট রাতে জ্বর ও সর্দি – কাশির জন্য তিনি বেলভিউর তত্বাবধানে একটি হোটেলে ছিলেন | তাঁর ঘনিষ্ঠ – মহল সূত্রে জানা গেছে, হোটেলব্যবসায়ী ও বিজেপি কর্মী পুলক দাস শম্ভুবাবুরও ঘনিষ্ঠ ছিলেন | একসঙ্গে শম্ভু অনেক পথ হেঁটেছেন একদা সিপিএম পরে  বিজেপি পুলকবাবুর সঙ্গে | পুলকবাবু করোনা পজিটিভ হয়ে মারা গেছেন | সেই দুঃখেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন শম্ভু |

দেরিতে পাওয়া খবর, কোভিড পজিটিভ হলেও শম্ভুবাবু চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন |  2 আগস্ট  সকালে তাঁকে বেলভিউ নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়েছে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =