বিজপুর : হার্নেট ইংলিশ মিডিয়ামে কাঁচরাপাড়া তৃণমূলের কেলেঙ্কারির খবর জানানো হল নেত্রীকে

9901

সিপিএম আমল থেকেই কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম মোটা টাকা কামানোর মুক্তাঞ্চল | সঙ্গে বোনাস হিসাবে থাকে কাছের অযোগ্য ব্যক্তিদের শিক্ষক বা শিক্ষাকর্মীর পদে ঢুকিয়ে দেওয়ার সুবর্ণসুযোগ | এর সঙ্গে কামানোর নতুন ধান্দা এখন নাকি  খুঁজে বের করেছে কাঁচরাপাড়া তৃণমূলের একদল ধান্দাবাজ | তারা ঢুকে পড়েছে স্কুলের কমিটিতে |

অবশ্য যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোকেরাই কন্ট্রোল করে হার্নেট ইংলিশ মিডিয়াম | তারা স্কুলের প্রিন্সিপ্যালকে নিজেদের দলে ঢুকিয়ে নিয়ে রাবার স্ট্যাম্প বানিয়ে ফেলে | কিন্ত, সবাই সমান নয় | আর তাই নোংরামি সহ্য করতে না পেরে শুধুই রুখে দাঁড়াননি বর্তমান প্রিন্সিপ্যাল, তিনি অভিযোগ জানিয়েছেন  তৃণমূলের নেত্রীর কাছে, জেলা সভাপতির কাছে, সব মহলে | কী সেই অভিযোগ? জানাবো কাল |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =