বিজপুর : হার্নেট ইংলিশ মিডিয়াম নিয়ে তৃণমূলের অনলাইন মিটিং

1028

সোনার ডিমপাড়া হাঁস কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়ামে লক্ষ লক্ষ টাকার ঘোটালা হয়েছে | আর এই নিয়ে চলছে চাপানউতোর |কমিটি সদস্যদের দাবি, প্রিন্সিপ্যাল 20 লক্ষ টাকা নয়ছয় করেছেন | তাঁদের দাবি, তাঁরা অনেক কিছু ধরে ফেলেছেন |অন্য দিকে সিপিএমের একটি মহলের অভিযোগ, তৃণমূলের কমিটি আসার সময়ে এক কোটি  ছিল স্কুলফান্ডে | সেই টাকা কোথায় গেল? প্রিন্সিপ্যাল অভিযোগ আনছেন, তাঁর উপরে চাপ তৈরি করা হচ্ছে |

এই অভিযোগ – পাল্টা অভিযোগের মধ্যেই আজ হালিশহরের মঙ্গলদ্বীপে সব পক্ষকে নিয়ে মিটিং ডেকেছেন তৃণমূল সুবোধ অধিকারী |

এই মিটিঙে কমিটি সদস্যরা সশরীরে উপস্থিত থাকবেন | আর  নৈহাটির বাসিন্দা প্রিন্সিপ্যালের সঙ্গে  চলবে অনলাইনে কথাবার্তা |এই মিটিঙে যা হবে তা আমরা জানাবো কাল | জানাবো ঘোটালা কারা ঘটাচ্ছে |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + three =