বিজেপিতে যেতে পারেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে। আঁচ পেয়ে তাঁকে আগেই শো’কজ করল তৃণমূল। গত মঙ্গলবার সাধন পাণ্ডে অভিযোগ করেন, কলকাতার ১৪০টি ওয়ার্ডের মধ্যে মাত্র ২৫টিতেই গাছ কাটার মেশিন আছে।
তাই আমফান মোকাবিলায় কলকাতা পুরসভা সম্পূর্ণ ব্যর্থ। প্রকাশ্যে তিনি দলের অপর মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তোলায় দলের উপরমহলের রোষানলে পড়তে হয় তাঁকে। তাঁর এই মন্তব্যের জন্য তাঁকে শো’কজ করা হয়।
তাঁর এই সাহসী মন্তব্যের জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ফলে রাজনৈতিক মহলে জল্পনা, খুব শীঘ্রই হয়তো পদ্মফুল হাতে দেখা যেতে পারে তৃণমূলের বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডেকে।