বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলা : অরুণ ব্রহ্ম, রবীন ভট্টাচার্য , রাজা দত্ত ও সুদীপ্ত দাসকে সাধারণ সম্পাদক পদে চাইছেন সাংসদ অর্জুন

446

বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা নিয়ে জেলা বিজেপিতে কোন্দল শুরু হয়েছে |
আর এর জেরেই এখনও পর্যন্ত জেলা পদাধিকারীদের নাম ঘোষণা করতে পারেননি জেলা সভাপতি
উমাশংকরবাবু |
বিজেপি সূত্রে খবর, নিজের লোকদের সাধারণ সম্পাদক পদে ঢোকাতে চাইছেন সাংসদ অর্জুন সিং |
কারণ বিজেপিতে সভাপতির পরেই সাধারণ সম্পাদকদের গুরুত্ব বেশী |
খবর, সাধারণ সম্পাদক পদে অর্জুন চাইছেন শ্যামনগর কাউগাছির অরুণ ব্রহ্ম, ব্যারাকপুরের আইনজীবী নেতা রবীন ভট্টাচার্য , হালিসহর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজা দত্ত এবং হালিশহরের ” রামধনু হেঁশেলের ” উদ্যোক্তা সুদীপ্ত দাসকে |
জেলা যুব সভাপতি পদে চাইছেন ব্যারাকপুরের ডাকাবুকো যুবক একদা তড়িৎ তোপদার ঘনিষ্ঠ
মণীশ শুক্লাকে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − ten =