বিজেপি ছাড়লেও শুভ্রাংশু তৃণমূলে যাবেন না

278

দিলীপ ঘোষের টিম বিজপুরের বিধায়ককে কাজ না দিয়ে ঠুঁটো জগন্নাথ করে রেখেছে | এই টিম চায় আগামী বিধানসভা নির্বাচনে বিজপুরে ছোট রায়বাবু নন, দাঁড়ান কোন অবাঙালি প্রার্থী | এই টিম এই জন্য ডাবল এজেন্টের কাজ করে চলেছে | মানে তৃণমূল নেতাদের সঙ্গে ভিতরে ভিতরে যোগাযোগ রেখে চলেছে | আর ঘোষবাবুকে রিপোর্ট দিচ্ছে, বিধায়ক তৃণমূলের সঙ্গে কানেকশন রাখছে | দল টিকিট না দিলে উনি তৃণমূলে ঢুকে যাবেন |

ঘোষবাবুর  চ্যালারা সব একটি টিকটিকি | বেশির ভাগই মূর্খ | কেউ কেউ তো ” স্বনামেও ” খ্যাত | এদের  রাজনৈতিক জ্ঞান শূন্য | এরা বাইরে যতোটা বিজেপি, ভিতরে ভিতরে তার থেকে বেশী তৃণমূল | তৃণমূলের একাধিক নেতার সঙ্গে এদের মাখোমাখো চেন আছে |তাই এরা ঘোষবাবুকে ভুল খবরই সাপ্লাই করবে |

না হলে এরা বিধায়কের শিবিরে কান পেতেই বুঝে যেত বিজেপি ছাড়লে তৃণমূলে অন্তত যাবেন না বিধায়ক | তাহলে কোথায় যাবেন?

বিধায়কের শিবিরের বক্তব্য হল, তৃণমূল এখন ডুবন্ত জাহাজ | সামনের বিধানসভা নির্বাচনে সরকার পড়বেই | তাই তৃণমূলে নয় | অন্য কোথাও |

কোথায়?  তাও বোঝা যাচ্ছে | তাই বলা যায়, বিজেপি তাঁকে প্রার্থী না – করলেও তিনি আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন | তাঁর কথায় —- ” যে কোন দলের হয়েই বিজপুরে প্রার্থী হতে পারি… | ”

কোন দল?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 4 =