বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক হতে চলেছেন অরুণ ব্রহ্ম, রবীন চ্যাটার্জী

174

আজ বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার পদাধিকারীদের নাম ঘোষণা করবেন জেলা সভাপতি উমাশঙ্করবাবু |
এই কমিটির সাধারণ সম্পাদক পদে আসতে চলেছেন শ্যামনগরের বিজেপি নেতা অরুণ ব্রহ্ম এবং ব্যারাকপুরের আইনজীবী নেতা রবীন্দ্রনাথ চ্যাটার্জী |
অরুণবাবু এবং রবীনবাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন |
বিজেপিতে যেহেতু সভাপতির পরেই সাধারণ সম্পাদকরা গুরুত্ব পান, তাই বলা যায় এতো দিন পরে দলে গ্রহণযোগ্যতা পেতে চলেছেন এই দু জন |
প্রসঙ্গত, বিজেপির 26 জনের রাজ্য কমিটিতে সহ সভাপতি এবং সম্পাদক পদে জায়গা পেয়েছেন সাংসদ অর্জুন সিং এবং প্রাক্তন জেলা সভাপতি
ফাল্গুনী পাত্র |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + sixteen =