ভাটপাড়ার রাজনৈতিক অশান্তি এখন ভাটপাড়া ছাড়িয়ে ইছাপুর, শ্যামনগর, নৈহাটি, হালিশহর, কাঁচড়াপাড়ায় ছড়িয়ে পড়েছে। এতো বড়ো অঞ্চল জুড়ে রাজনৈতিক সন্ত্রাস, হানাহানি চলছে প্রশাসনের নাকের ডগায়। প্রশাসন যেন ঠুঁটো জগন্নাথ হয়ে পড়েছে। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই রাজনৈতিক হানাহানি।
এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন উঠে
আসছে—-তাহলে কি এই ভাইরাসের ওষুধ বিধানসভা “নির্বাচন” ? নির্বাচন না হওয়া পর্যন্ত কি সাধারণ মানুষকে এই অশান্তি ঘাড়ে নিয়েই চলতে হবে? “পুলিশের অকর্মণ্যতা, প্রশাসনের ব্যার্থতা” কি শাসক দলের বিপক্ষে নিয়ে যাবে মানুষকে ? প্রশ্ন থেকেই যায়।
২০০৮-এর পর থেকে নাকি পুলিশি ব্যবস্থা সরকারের হাতের নাগালের বাইরে চলে যায়। বুদ্ধবাবুর সরকার যেতে বসেছে তা অনেকটা বুঝতে পারা যাচ্ছিল পুলিশের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সেই একই রকমের কর্ম কান্ড এখন পুলিসের মধ্যে ধরা পড়ছে। তাহলে কি পুলিশ “রাজনৈতিক ভাইরাসের” বৈশিষ্ট্য দেখে কিছু বুঝতে পারছে ? তাই কি তারা এই হানাহানি দেখেও চোখ বুজে থাকছে?
এই “রাজনৈতিক ভাইরাসের” ওষুধের দিকে সাধারণ মানুষ তাকিয়ে বসে আছেন । আমরাও অপেক্ষায় রইলাম।