ভারতমাতা কি জয় এবং ইনকিলাব জিন্দাবাদ বলে বক্তৃতা শুরু করলেন কেজরীবাল

71

ভারতমাতা কি জয় বলে এতদিন বক্তৃতা শুরু করছিলেন আম আদমি পার্টির জাতীয় আহবায়ক অরবিন্দ কেজরীবাল | এই জন্য নরম হিন্দুত্ববাদীরা অভিনন্দন জানাচ্ছিলেন অরবিন্দবাবুকে |
সোমবার দিল্লির রামলীলা ময়দানে তৃতীয় বারের শপথ নেওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল ভারতমাতা কি জয় এবং ইনকিলাব জিন্দাবাদ বলে তাঁর বক্তৃতা শুরু করলেন |
আর নরম বিজেপি সমর্থকদের গরম করে দিলেন |
এমনিতেই কেজরীবাল সরকারের জল – বিদ্যুৎ – স্কূল -হাসপাতাল ফ্রি-তে বিরক্ত বিজেপি |
এবার ইনকিলাব জিন্দাবাদ বলে তাঁদের আরও খুঁচিয়ে দিলেন অরবিন্দবাবু |
শুধু বিপ্লব দীর্ঘজীবী হোক বলেই ক্ষান্ত হননি কেজরীবাল, লক্ষাধিক মানুষের সঙ্গে ” হাম হোঙ্গে কামিয়াব…. / মন মে হ্যায় বিশ্বাস ” গান
গাইলেন |
দিল্লির নির্মাতা 50 জন (টোটোচালক, চিকিৎসক থেকে রিকশাচালক )- কে নিয়ে শপথ – গ্রহণের মঞ্চে বুক টান করে দাঁড়ালেন কেজরীবাল এবং তাঁর মন্ত্রীরা |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 1 =